ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাসাইলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
বাসাইলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক ব্যক্তির কারাদণ্ড ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (২৪ নভেম্বর) সকালে এ দণ্ডাদেশ দেওয়া হয়।



দণ্ডাদেশপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার গালর্স স্কুল রোডে অবস্থিত লুবনা কসমেটিকস অ্যান্ড ফটোকপির দোকানের মালিক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাসাইলের সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান বাংলানিউজকে জানান, সকালে প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রের হাতে লেখা কপি রফিকুলের দোকানে ফটোকপি করা হচ্ছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করেন। তাৎক্ষণিকভাবে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রফিকুল ইসলামকে এ কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।