ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা-কর্মসংস্থান নিয়ে এসআইএমটির সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
কারিগরি শিক্ষা-কর্মসংস্থান নিয়ে এসআইএমটির সেমিনার অনুষ্ঠিত

ঢাকা: কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে বেসরকারি পলিটেকনিক সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এসআইএমটি)-এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২য় তলা সেমিনার কক্ষে ‘অ্যাচিভ ইয়োর ডেস্টিনেশন, উই উইল প্লেস ইউ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।


 
এতে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে স্কিল অ্যান্ড ট্রেইনিং এনহাঞ্চমেন্ট প্রোজেক্টের পরিচালক মো. ইমরান। সভাপতিত্ব করেন এসআইএমটি প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহেলী ইয়াছমিন।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববাংকের সিনিয়র অপারেশন অফিসার এম মোখলেছুর রহমান, সরকারের স্টেপ প্রকল্পের উপ পরিচালক এ জেএম আব্দুল্লাহেল বাকী, সাইক গ্রুপ অব ইনস্টিটিউশনের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া।

সেমিনারে বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব। বেকারত্ব আমাদের দেশের জন্য অভিশাপ। অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তি আমাদের আশীর্বাদ। তাই পারিবারিক, সামাজিক ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার সম্প্রসারণ যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উন্নয়ন।
 
উল্রেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ সেমিনারের আয়োজন করা হয়। ২০০২ সালে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত ও বিশ্বব্যাংক অনুদানপ্রাপ্ত এসআইএমটি সাইক এডুকেশনাল সোসাইটির একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে ১২ টি টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।