ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃষি সাংবাদিকতা কোর্সে ঢাবি-ক্যাটালিস্ট’র সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
কৃষি সাংবাদিকতা কোর্সে ঢাবি-ক্যাটালিস্ট’র সমঝোতা স্মারক সই

ঢাকা: কৃষি সাংবাদিকতা বিষয়ে পূণাঙ্গ কোর্স চালুর লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাবি উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন।

আর ক্যাটালিস্ট’র পক্ষে সই করেন এর মহাব্যবস্থাপক মার্কাস এহমান।

সমঝোতা স্মারক সই হওয়ার সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। আর এ বিষয়ে (কৃষির বিষয়ে) গণমাধ্যমকে আরো শক্তিশালী ভূমিকা নিতে হবে। সে জন্য এই ধরনের কোর্স বেশ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সময়োপযোগীও বটে।

আর তাই এই ধরনের কোর্স দেশে কৃষি সাংবাদিকতার বিকাশে ও কৃষি উন্নয়নে কাজে আসবে বলেও মত দেন তিনি।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।