ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে সোমবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে সোমবার

রাবি(রাজশাহী): শীতকালীন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার। ইতোমধ্যে রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।



শীতকালীন ছুটি উপলক্ষে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছুটি শেষে সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিকে, হল খুলে দেওয়ায় আবাসিক শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। তবে, ২০ দলের ডাকা চলমান অবরোধের কারণে বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে পারেন নি।

এদিকে, ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি শনিবার পর্যন্ত বন্ধ থাকার পর ১১ জানুয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।