ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের ফল প্রকাশ মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের ফল প্রকাশ মঙ্গলবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল মঙ্গলবার দুপুর তিনটায় প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে ফল জানা যাবে। এছাড়া যে কোনো  মোবাইল থেকে এসএমএস করেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nu<space>h4 <space> Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

২০১৪ সালের ১১ নভেম্বর লিখিত ও ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। পরীক্ষা গ্রহণের দুই মাসের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে।

পরীক্ষায় ২৭টি বিষয়ে সারাদেশে ২০৫টি কলেজের এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী মোট ১৪০টি কেন্দ্রে অংশ নেন।

লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর দুই মাসে পোস্টাল সার্ভিসের পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রগুলোর মাধ্যমে গৃহীত নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম।

যেসব শিক্ষার্থী ২০১২ সালের তৃতীয়বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের সংশোধিত ফল আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।