ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে গণস্বাক্ষর কর্মসূচি শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে গণস্বাক্ষর কর্মসূচি শনিবার

ঢাকা: ‘জনসাধারণের উপর পেট্রোলবোমা নিক্ষেপসহ সব সহিংসতার অবসান হোক’ স্লোগান নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শনিবার গণস্বাক্ষর, র‌্যালি ও সমাবেশ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।



এতে বলা হয়, ওই দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে ৠালি বের হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া। সমাবেশ শেষে সহিংসতার বিরুদ্ধে সাদা কাপড়ের ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।