ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বোমা হামলার প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বোমা হামলার প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।  
 
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কাজলা ফটকে গিয়ে একটি সমাবেশে মিলিত হয়।
 
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আতিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম রুবেল প্রমুখ।  
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সাদ্দাম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ প্রমুখ।
 
সমাবেশে থেকে বক্তারা মহানগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
 
এর আগে, সোমবার রাত ৯টার দিকে খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।