ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৩ মার্চ রাবিতে সাহিত্য বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
১৩ মার্চ রাবিতে সাহিত্য বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন

রাবি: বৈচিত্র্যে ঐক্যের অন্বেষা- স্লোগানকে সামনে রেখে ১৩ থেকে ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।



বিভাগীয় বাংলা গবেষণা সংসদ ও বাংলা সমিতি কর্তৃক আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিকরা অংশ নেবেন।

সম্মেলনের কর্মসূচি সর্ম্পকে বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, ১৩ মার্চ সকাল সাড়ে ৮টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উদ্বোধন করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন।

বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী জানান, এ সম্মেলনে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের অন্যান্য ভাষার ১৩টি অধিবেশনে ৪৩টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ সম্মেলনে বিভিন্ন ভাষার অর্ধশত সাহিত্যিক অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।