সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সিন্ডিকেটের ২৬ তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেটের চেয়ারম্যান ও সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের অধিবেশনে সভাপতিত্ব করেন।
এতে আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউটের মহাপরিচালক, রিসার্স ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ড. আহমদ আল কবির, সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ, সিকৃবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের ডিন প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম, সিকৃবির ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলাম এবং সিন্ডিকেটের সচিব ও সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫