ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘কনসেপ্টস অ্যান্ড টেকনিকস অব কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড সেলফ-অ্যাসেসমেন্ট ইন হায়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি ও মানসম্মত শিক্ষার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। শুধু উচ্চশিক্ষার হার বৃদ্ধি নয়, উচ্চশিক্ষার মান বৃদ্ধির জন্যও প্রশিক্ষণ অপরিহার্য।
কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫