সিলেট: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জ্বলন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২৫মার্চ) সন্ধ্যা ৭টায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে শহীদদের স্মরণে এ প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। কিন্তু একাত্তরের পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তাই মুক্তিযুদ্ধের শহীদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে কাজ করার তাগিদ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ময়ীজুর রহমান, ব্যবসায় অনুষদের ডীন ড. রুহুল আমীন, বিজ্ঞান অনুষদের ডীন ঋষিকেশ ঘোষ, ইসিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এমরামুল ফারুক, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, জনসংযোগ কর্মর্কতা তারেক উদ্দিন তাজ।
এছাড়া প্রত্যেক বিভাগের প্রধান, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল কর্মর্কতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫