সাভার স্মৃতিসৌধ থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, স্বাধীনতার ৪৫ বছরে এসেও আমরা স্বাধীনতার প্রধান লক্ষ্য পূরণ করতে পারিনি। এখনও সাধারণ মানুষকে আগুনে পুড়ে মরতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে এসে তিনি এসব কথা বলেন।
ভিসি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় সাড়ে সাত কোটি বাঙালি আজ ১৬ কোটিতে পরিণত হয়েছে। গুটিকয়েক মানুষের জন্য সবার স্বপ্ন বিফলে যেতে পারে না। দেশে সবার অধিকার আছে সুস্থ্যভাবে বেঁচে থাকার। সাধারণ মানুষ আজ কেন অগ্নিদগ্ধ হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সোনার বাংলা গড়তে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। সেই সঙ্গে এখন একটাই চ্যালেঞ্জ দেশবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে হবে।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬