ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দাখিলে উচ্চতর গণিত পরীক্ষা ৩ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
দাখিলে উচ্চতর গণিত পরীক্ষা ৩ এপ্রিল

ঢাকা: হরতালের কারণে স্থগিত থাকা দাখিলে মাদ্রাসা বোর্ডের উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী শনিবার (২৮ মার্চ) বাংলানিউজকে বলেন,  আগামী ৩ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১১ মার্চ এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

বিএনপি জোটের হরতালের কারণে এসএসসি ও সমমানের একটি পরীক্ষাও নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি। হরতালে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এসব পরীক্ষা শুক্র ও শনিবার নেওয়া হচ্ছে। পিছিয়ে দেওয়া হয়েছে ব্যবহারিক পরীক্ষাও।

সংগীত ও বেসিক ট্রেডসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করে তার নম্বর ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে অনলাইনে পাঠাতে বলা হয়েছে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।