ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

ফল পুনঃনিরীক্ষণের আবেদন টেলিটকে শুরু ৩১ মে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মে ৩০, ২০১৫
ফল পুনঃনিরীক্ষণের আবেদন টেলিটকে শুরু ৩১ মে

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য শুধুমাত্র টেলিটক মোবাইল থেকে আবেদন করা যাবে। রোববার(৩১ মে’২০১৫) থেকে ৬ জুন পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।



শনিবার (৩০ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে উত্তীর্ণ হয়েছে ৮৭.০৪ শতাংশ শিক্ষার্থী।

টেলিটক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা ফি কাটা হবে।

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কাটা হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।

এরপর আবেদন করতে ইচ্ছুক হলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

যেসব বিষয়ে দুটি পত্র(যেমন- বাংলা, ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং ফি হিসাবে ২৫০ টাকা কাটা হবে।

একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট বোর্ডসমূহ পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে সংশ্লিষ্ঠ যোগাযোগ নম্বরে জানিয়ে দেবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমআইএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।