ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তুলারাম কলেজে হামলা

প্রতিবাদে রাবি প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
প্রতিবাদে রাবি প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

রাবি(রাজশাহী): নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোট নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে একটি মিছিল শুরু হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় ও ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- প্রগতিশীল ছাত্রজোট যে সময় শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করার জন্য আন্দোলন করছে, ঠিক সে সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের পক্ষে কথা না বলে শিক্ষার বাণিজ্যিকীকরণের পক্ষে কথা বলছে।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের তুলারাম কলেজে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।