ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

ভর্তি শুরুর আগে বিজ্ঞাপন, ব্যাখ্যা চেয়েছে শিক্ষা বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, জুন ১৮, ২০১৫
ভর্তি শুরুর আগে বিজ্ঞাপন, ব্যাখ্যা চেয়েছে শিক্ষা বোর্ড

ঢাকা: একাদশ শ্রেণিতে ভর্তি শুরুর আগেই সংবাদপত্রে ‘ভর্তি চলছে’ বিজ্ঞাপন দেওয়ায় রাজধানীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এছাড়াও ২৫ জুনের আগে কোনো ধরনের ভর্তির প্রমাণ পাওয়া গেলেও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।



প্রতিষ্ঠানগুলো হলো, ক্যামব্রিয়ান কলেজ, কিংস কলেজ, মেট্রোপলিটন কলেজ, উইনসাম কলেজ এবং শ্যামলী আইডিয়াল কলেজ।
 
১৮ জুন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মাউশি’র কলেজ পরিদর্শক জানান, ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তি চলছে,’ শিরোনামে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ ধরনের কাজ না করার জন্যে কলেজগুলোকে সতর্ক করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৫ অনুযায়ী ভর্তি শুরুর পূর্বেই ‘ভর্তি চলছে’ বিজ্ঞাপন প্রচারের বিষয়টি সর্ম্পকে কলেজগুলোকে আগামী তিন দিনের মধ্যে ব্যাখ্যা প্রদান দিতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।