শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট): দীর্ঘ দু’মাস ছুটিতে থাকার পর কাজে যোগ দিয়েই অবরুদ্ধ হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢোকার পরপরই তার পদত্যাগ দাবিতে ভবন ঘেরাও করে তালাবদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট মো. ফারুক উদ্দীন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৮টায় আমরা খবর পাই উপাচার্য ক্যাম্পাসে আসছেন। এর পরপরই আমরা ভবন ঘেরাও করে রাখি।
এ ঘটনায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এএ/