ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
নোবিপ্রবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি: আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
 
সোমবার (২২জুন)  ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়ার কারণে দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচি পালিত হয়নি।

সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, নোবিপ্রবির প্রথম উপাচার্য প্রফেসর ড. আবুল খায়ের, সাবেক উপাচার্য প্রফেসর সাঈদুল হক চৌধুরী।

সভায় আরো বক্তব্য রাখেন, নোবিপ্রবির উপ উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর সরকার প্রমুখ।

আলোচনা সভায় উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।