ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুর নার্সিং কলেজে শিক্ষক অপসারনের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
রংপুর নার্সিং কলেজে শিক্ষক অপসারনের দাবিতে বিক্ষোভ ফাইল ফটো

রংপুর: রংপুর নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারনের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ-মিছিল-সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুন) তারা এ কর্মসূচি পালন করে।



রংপুর নার্সিং কলেজের ছাত্রীদের অভিযোগ, কলেজের ইন্সট্রাক্টর রাজিয়া খাতুন, রেহেনা আক্তার ও খালেদা বানু মিলে সিন্ডিকেট গড়ে তুলে দুর্নীতির আখরা বানাচ্ছেন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এ তিন শিক্ষকের নির্যাতনের কারণে নার্সিং কলেজের ছাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ভর্তি থেকে শুরু করে ফরম ফিলাপ পর্যন্ত ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অপসারন করা না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন তরা।

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইন্সট্রাক্টর রাজিয়া খাতুন, রেহেনা আক্তার ও খালেদা বানু জানান, ছাত্রীদের অবৈধ কোনো সুযোগ না দেওয়ায় তারা মিথ্যা অভিযোগ এনে আন্দোলন চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘন্টা, জুন ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।