ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

ফের পেছালো একাদশে ভর্তির ফল প্রকাশের তারিখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, জুন ২৭, ২০১৫
ফের পেছালো একাদশে ভর্তির ফল প্রকাশের তারিখ

ঢাকা: ফের পেছালো ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের তারিখ।
 
শনিবার (২৭ জুন) সকাল আটটায় এই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।


 
প্রথম দফায় বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি জটিলতা ও আবেদনকারীর সংখ্যাধিক্যের কারণে এ তারিখ ২৪ ঘণ্টা পিছিয়ে নেওয়া হয়।
 
এরপর শুক্রবার রাত সাড়ে ১২টার পর ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) জানানো হয়, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের চলমান কাজে বুয়েটের আইআইসিটি বিভাগ কারিগরি সহায়তা প্রদান করছে৷ ২৭ জুন সকাল ৮টায় ফলাফল প্রকাশ করা হবে৷
 
এদিকে ফলের জন্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অপেক্ষায় রয়েছেন। বেশ কয়েকজন অভিভাবক বাংলানিউজে ফোন করে ফল প্রকাশে বিলম্বের কারণও জানতে চান।
 
আবেদনকারীদের এসএমএস, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
 
গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন নেওয়া শুরু হয়।
 
২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সারা দেশে কলেজে ভর্তির জন্য আবেদন করে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী।
 
প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ভর্তি হতে পারবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি চলবে।

দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা রয়েছে ২ জুলাই।
 
১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।