ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

বাজেটে শিক্ষাখাতের বরাদ্দে হতাশ শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুলাই ২, ২০১৫
বাজেটে শিক্ষাখাতের বরাদ্দে হতাশ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমানে হতাশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, এবার ৩ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

অথচ বাজেটে শিক্ষাখাতে গত অর্থবছরের চেয়ে মাত্র ৫৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। অথচ এমন মন্ত্রণালয়ও আছে যেখানে সাড়ে ৮ হাজার কোটি টাকা পর্যন্ত বরাদ্দ বাড়ানো হয়েছে। এটা খুবই দুঃখজনক।

মন্ত্রী খেদের সঙ্গে বলেন, আমি যদি ঢাকা শহরে ভিক্ষা করি তাহলেও ৫৫ কোটি টাকা তুলতে পারব।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খাতভিত্তিক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

এ সময় নাহিদ আরও বলেন, সংসদে প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনায় বলা হয়েছে, শিক্ষা কোনো অগ্রাধিকারমূলক খাত নয়। শিক্ষা মন্ত্রণালয় এ বক্তব্যে হতাশ। বর্তমানে ছেলেমেয়েদের অনার্স পড়ার হার সমান। এটা কি বড় অর্জন নয়?

কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে কারিগরি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তির হার ২০ শতাংশে উন্নীত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।