ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবিতে বিদ্যুৎ আসা-যাওয়ার খেলা!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জুলাই ২, ২০১৫
ঢাবিতে বিদ্যুৎ আসা-যাওয়ার খেলা!

ঢাকা বিশ্ববিদ্যালয়: ১০ মিনিট পরই মাগরিবের আযান। ইফতারি রেডি করে বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হল ও আবাসিক ভবনের রোজাদার শিক্ষক-শিক্ষার্থীরা।

হঠাৎই বিদ্যুৎহীন পুরো ক্যাম্পাস!

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর থেকে রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১০ বার লোডশেডিং হয়েছে পুরো ক্যাম্পাসে। এর মধ্যে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ গেছে অন্তত তিনবার। তবে বারবার বিদ্যুৎ গেলেও ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তা চলে এসেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। লোডশেডিং শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন হলের শিক্ষার্থীদের শোরগোল করতে শোনা গেছে। অনেকে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন।

কবি জসীম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বাংলানিউজকে বলেন, ইফতারের সময় বিদ্যুৎ যাওয়ায় রোজাদার শিক্ষার্থীদের ইফতার করতে সমস্যায় পড়তে হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময় লোডশেডিং খুবই বিরক্তিকর।

তবে বিদ্যুৎ লাইনের সমস্যা সম্পর্কে জানতে ঢাবি প্রধান প্রকৌশলী মফিজুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।