ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নির্বাচনীতে পাস করেই চূড়ান্ত পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
নির্বাচনীতে পাস করেই চূড়ান্ত পরীক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: পাবলিক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষায় পাস না করে কেবল ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত থেকেই মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে পাবলিক পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি শুধু নয় পাস করতে হবে নির্বাচনী পরীক্ষাতেও।



সোমবার (০৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করে।

এর আগে, গত ৩ মার্চ শিক্ষা সচিব কেবল ৭০ শতাংশ উপস্থিতিই চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার মূল নিয়ামক বলে প্রজ্ঞাপন জারি করেছিলেন। যা সোমবার মন্ত্রীর নির্দেশে বাতিল করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পড়াশোনা না করে নির্বাচনী পরীক্ষায় পাস না করা শিক্ষার্থীরা কেবলই উপস্থিতির কারণে মূল পরীক্ষায় অংশ নিতে পারবেন এমন সুযোগ দেওয়ায় বেশ সমালোচনা হয়। আর তাই নির্বাচনী পরীক্ষাতে ঠিকঠাক পাস করেই মূল পরীক্ষাতে অংশ নিতে হবে, এমন বিধান ফের চালু করা হলো।

এ সংক্রান্ত জ্ঞাপনটি পড়তে লিংকে ক্লিক করুন:


বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।