ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত

অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ছবি: দিপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে অবরোধ তুলে নিয়েছেন রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের আনন্দ মিছিল করতেও দেখা যায়।



সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে আনন্দ মিছিল করে ঘরে ফেরেন।

এতে ফের রাস্তায় যান চলাচল শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধে সৃষ্ট অচলাবস্থা স্বাভাবিক হতে থাকে। দুর্ভোগে পড়া পথচারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করে।

এর আগে বেলা সোয়া ১০টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকার ওভার ব্রিজের নিচে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তরা এলাকার প্রায় ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবরোধে অংশ নেন।

বেলা সাড়ে ১০টায় রামপুরা এলাকায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তা অবরোধ করেন। একই সময় ধানমন্ডি-২৭ এলাকায় সড়ক অবরোধ করেন ড্যাফোডিল, ওয়ার্ল্ড, স্টামফোর্ড, ইউল্যাব ও ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বেলা পৌনে ১১টার দিকে কাকলী-বনানী এলাকায় এআইইউবি, প্রেসিডেন্সি, রয়েল, অতীশ দীপঙ্কর ও নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।

রাজধানী বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসব অবরোধ কার্যক্রমে ভয়াবহ দুর্ভোগে পড়েন পথচারী ও নগরবাসী।

পরে বেলা সোয়া ১২টার দিকে মন্ত্রিসভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশ হয়।

এ খবর জেনে আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ধানমণ্ডির-২৭ নম্বরে আন্দোলনরত ড্যাফোডিল, ওয়ার্ল্ড, স্টেট, স্টামফোর্ড, ইউআইইউ, ইউল্যাবসহ অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষর্থীরা আনন্দ মিছিল করেন।

এদিকে, রামপুরায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও অবরোধ থেকে সরে এসে আনন্দ মিছিল করেন।

সেই সঙ্গে তাদের আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে ‘ভি চিহ্ন’ দেখিয়ে তারা উল্লাস করতে থাকেন। এ সময় অনেক শিক্ষার্থীকে আনন্দে সেলফি তুলতেও দেখা যায়। মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদও জানান তারা।

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আতিকুর রহমান ও ফাহাদ আল-আমিন বাংলানিউজকে বলেন, ভ্যাট আরোপ হলে আমাদের পড়ালেখা চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যেতো। আজকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে আমরা অনেক বেশি খুশি। সরকারকে এ জন্য সাধুবাদ জানাই।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে কর্তব্যরত তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বাংলানিউজকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে রাস্তা ফাঁকা করে দিয়েছেন। যন চলাচল পুরোদমে চলছে, তবে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ থাকার কারণে যানজট একটু বেশি।

এদিকে, কাকলী-বনানী এলাকায় এআইইউবি, প্রেসিডেন্সি, রয়েল, অতীশ দীপঙ্কর, প্রাইম এশিয়া, সাউথ ইস্ট ও নর্দান বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরও অবরোধ তুলে নেন। তবে তাদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন।

বেলা সাড়ে ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা রাজধানীজুড়েই তীব্র যানজটের খবর পাওয়া যায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার (০৯ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

পরের দিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একই দাবিতে রাজধানীর প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

ওই দিন কার্যত গোটা রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হলে ভয়াবহ এক দুর্ভোগে পড়েন পথচারীরা। পরে ১১ ও ১২ সেপ্টেম্বর দু’দিন বিরতি দিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) ফের রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫ (আপডেট: ১৩৪০, ১৪২০, ১৫৩১ ঘণ্টা)
এনএইচএফ/আরইউ/এজেডকে/এসজেএ/টিআই

** রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ, ভোগান্তিতে পথচারীরা
** উত্তরায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
** রামপুরায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
** রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ, ভোগান্তিতে পথচারীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।