ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির সংগীত উৎসব ১৭ নভেম্বর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ঢাবির সংগীত উৎসব ১৭ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে ‘সংগীত উৎসব-২০১৫’ শুরু হচ্ছে আগামী ১৭ নভেম্বর থেকে।

দু’দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র অডিটরিয়ামে।



বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ উৎসবে এবারের বিষয় ‘বাংলাদেশের চলচ্চিত্রের গান’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগীত বিভাগের চেয়ারপারসন ড. মহসীনা আক্তার খানম (লীনা তাপসী) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের গীতিকার ও সুরকারদের সম্মাননা দেওয়া হবে সংগীত বিভাগের পক্ষ থেকে।

বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশেনায় থাকবে ১৯৫৬-২০১০ সাল পর্যন্ত চলচ্চিত্রের উল্লেখযোগ্য গানের পরিবেশনা।

উৎসবে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।