ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্নাতক ১ম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
স্নাতক ১ম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ

গাজীপুর: ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফলের তালিকা প্রকাশ করে।



এতে জানা যায়, এই শিক্ষাবর্ষে ৬৫৭টি কলেজে মোট ৫,৪২,৩৪৯ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করে এবং ৩০টি বিষয়ে মোট ৩,২০,৯৫৩টি আসনের বিপরীতে ২,২৫,৩৮৭ জন শিক্ষার্থী স্থান পায় অর্থাৎ মোট আসনের ৭০.২২% শিক্ষার্থী ১ম মেধা তালিকায় স্থান পায় ।

১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ২২ নভেম্বর মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে অবশ্যই ২৫ নভেম্বর মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকেও ফলাফল জানা যাবে।

উল্লেক্ষ্য, আগামী ১ ডিসেম্বর থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (সম্মান) ১ম বর্ষের ক্লাস থেকে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা,‍ নভেম্বর ১২, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।