ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রে ফেলোশিপ প্রোগ্রাম

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রে ফেলোশিপ প্রোগ্রাম

ঢাকা: উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহব্যাপী ফেলোশিপ প্রোগ্রাম-২০১৬ ঘোষণা করা হয়েছে।

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (CED), মায়ানমার ও ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট (EDII) যৌথভাবে এ প্রোগ্রাম ঘোষণা করেছে।



২৫ থেকে ৪০ বছর বয়সের উদ্যোক্তারা ছোট ব্যবসা উন্নয়ন দক্ষতার জন্য আবেদন করতে পারবে। তাছাড়া বেসরকারি খাত, সরকার, সুশীল সমাজ বা শিক্ষকতায় জড়িতরা আবেদন করতে পারবে।

প্রথম ফেলোশিপ প্রোগ্রামটি ২০১৬ সালের মে ও অক্টোবর মাসে ওকলাহোমা ও ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ তারিখ চলতি বছরের ১ ডিসেম্বর।
 
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনপত্র http://goo.gl/forms/roFEsZIYmR এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।