ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে প্রাথমিক সমাপনীর উত্তরপত্রে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
সিলেটে প্রাথমিক সমাপনীর উত্তরপত্রে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার উত্তরপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (০৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটলেও রাতে নগরীর শাহপরাণ থানায় মামলা (নং-০৫) করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন।



বাংলানিউজজে এ খবর নিশ্চিত করেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী।

মামলায় উল্লেখ করা হয়, সকাল ৯টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গ্লাস ভেঙে উত্তরপত্রে আগুন দেয়। আগুনে প্রাথমিক সমাপনীর ৪৫৯টি উত্তরপত্র পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুব জানান, কক্ষের জানালার গ্লাস ভেঙে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ফ্লোরে রাখা পিএসসি পরীক্ষার ৪৫৯টি উত্তরপত্র পুড়ে যায়।

এদিকে, খবর পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এএএন/এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।