ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বদরগঞ্জ কলেজের একাডেমি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বদরগঞ্জ কলেজের একাডেমি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর (বদরগঞ্জ): রংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজের চারতলা একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সংসদ আবুল কালাম আহসানুল হক ডিউক চৌধুরী ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন।



এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র উত্তম কুমার সাহা, অধ্যক্ষ আব্দুল মাজেদ, অধ্যক্ষ আফজাল হোসেন প্রামাণিক, অধ্যক্ষ মেছের উদ্দিন ও বর্তমান বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান মুক্তা প্রমুখ।
 
জেলা শিক্ষা প্রকৌশলী অধিদফতরের সহকারী প্রকৌশলী শাহাজাহান আলী বাংলানিউজকে জানান, ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ ভবন নির্মাণ হবে। ভবন নির্মাণের কাজ শেষ হতে ১৮ মাস সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।