ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ (ফাইনাল) পরীক্ষার ফল সংশোধন ও খাতা পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের বোর্ড বাজার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।


 
শিক্ষার্থীরা জানান, অনার্স পার্ট-৪ পরীক্ষার ফলাফলে দেশের বিভিন্ন কলেজের প্রায় ২৬ হাজার শিক্ষার্থীর একেকজন একেক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। একারণে তারা মাস্টার্সে ভর্তি হতে পারছেন না। তাদের দাবি, ওই সব পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়িত হয়নি। তাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা অনার্স পাট-৩ পর্যন্ত সব বিষয়ে ভালো ফলাফল করেছেন। খাতা যথাযথ মূল্যায়িত হলে তারা পাস করতেন।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবদুল কাদের হিমেল জানান, খাতা পুনর্মূল্যায়নের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে ৮৪৬ টাকা খরচ হয়। এজন্য বিনা খরচে খাতা পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন। তবে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।