ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সকাল সাড়ে ৯টায় শুরু বিসিএস, ১৫ জনের প্রার্থিতা বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
সকাল সাড়ে ৯টায় শুরু বিসিএস, ১৫ জনের প্রার্থিতা বাতিল

ঢাকা: শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শুরু ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এবার সোয়া দুই লাখ চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তবে তথ্যবিভ্রাটের কারণে আবেদনকারীদের ১৫ জনের প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।
 
বিসিএস পরীক্ষার হলে ঘড়ি, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র এবং বই-পুস্তক নেওয়া যাবে না। পরীক্ষার্থীদের সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। ৯টায় উত্তরপত্র ও সাড়ে ৯টায় প্রশ্ন দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে এর আগে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।

৩৬তম বিসিএসে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২টি কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩১১ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
 
এর মধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
 
বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগের কথা বলে গত বছরের ৩১মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
 
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমআইএইচ/আরএইচ

** শুক্রবার বিসিএস পরীক্ষা, ঘড়ি-ক্যালকুলেটর নিষিদ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।