ঢাকা: পাঁচদফা দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আশ্বাসের ভিত্তিতে ক্লাস ও পরীক্ষা নিতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জবি ক্যাম্পাসে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা নিতে দেখা যায়।
জাবি শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দীন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী- আমরা পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত করে ক্লাস ও পরীক্ষায় ফিরে এসেছি।
বৈষম্যমূলক অষ্টম পে-স্কেলের প্রতিবাদ ও পাঁচদফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে রাজধানীর গণভবনে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরআর/টিআই