ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ২২ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
নোবিপ্রবিতে ২২ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি

নোবিপ্রবি(নোয়াখালী): শুক্রবার (২২ জানুয়ারি) থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হবে। এই ছুটি চলবে আগামী সোমবার (৩১ জানুয়ারি) পর্যন্ত।



একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ২২ জানুয়ারি থেকে বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম ৩১ জানুয়ারি ও একাডেমিক কার্যক্রম ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বন্ধের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া শিক্ষক ধর্মঘটে ক্লাস-পরীক্ষা না হওয়া এবং শীতকালীন ছুটি সামনে রেখে ইতোমধ্যে হল ছেড়েছেন বেশির ভাগ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস এবং হোস্টেলে থাকা শিক্ষার্থীরাও বাড়ি ফিরতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।