নোবিপ্রবি: সাত ফেব্রুয়ারি থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ সহ সব গ্রুপেই কিছু সংখ্যক আসন খালি রয়েছে। শুন্য আসনের সংখ্যা দুই মার্চ ২০১৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www. nstu.edu.bd) এ পাওয়া যাবে এবং ছয় মার্চ ২০১৬ তারিখে মেধা তালিকা অনুসারে শূন্য আসনে ভর্তি সম্পন্ন করা হবে।
এছাড়া পৌষ্য কোটা এবং প্রতিবন্ধী কোটায় যারা ইতোমধ্যে সাক্ষাতকারে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে চার ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সব প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তির নির্ধারিত ফি নিয়ে রেজিস্ট্রার অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য আপাতত বিশ্ববিদ্যালয় হলগুলোতে আবাসনের ব্যবস্থা থাকছেনা।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এএটি/আরএ