শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেটকার চাপায় দুইজনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
শাবিপ্রবি’র শিক্ষক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলামকে একমাত্র আসামি করে রোববার (২৪ জানুয়ারি) জালালাবাদ থানায় মামলা করবেন বলে বাংলানিউজকে জানান, নিহত আতাউর রহমানের শ্যালক অ্যাডভোকেট মুহতাছিম বিল্লাহ মাকিন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
রোববার সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর চাইলগাঁও ইউনিয়নের হাতিয়া গ্রামে নিহত গিয়াস উদ্দিন ও শিক্ষক আতাউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে আরিফুল ইসলাম এবং পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তার মুঠোফোন বন্ধ এবং ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট রয়েছে।
** শাবিপ্রবিতে মাইক্রোবাস চাপায় নিহত ২
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এটি