ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

উপাচার্যের সঙ্গে রাবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, জানুয়ারি ৩০, ২০১৬
উপাচার্যের সঙ্গে রাবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নবগঠিত কমিটি নেতৃবৃন্দ। এসময় উপাচার্য রাবিসাসের নতুন কমিটিকে অভিনন্দন জানান।



শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাতের  সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার পরিসর বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের মতো সাংবাদিকরাও এতে সহযোগিতা করবে বলে আমার প্রত্যাশা।

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এসময় নিজেদের দায়িত্ব যথাযথ পালনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পূর্ণ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় রাবিসাসের নবগঠিত কমিটির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাসান আদিব, মোস্তাফিজ মিশু, যুগ্মসাধারণ সম্পাদক সাজিদ মানিক, সাংগঠনিক সম্পাদক আবু জাফরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া রাবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।