ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গরিব শিক্ষার্থীদের বৃত্তি দিল জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
গরিব শিক্ষার্থীদের বৃত্তি দিল জবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত গরিব শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে জবি যাকাত ও কল্যাণ তহবিল।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়।



অনুষ্ঠানটির আয়োজন করে জবির কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত হয় সংগঠন ‘যাকাত ও কল্যাণ তহবিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার’।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এধরনের সহযোগিতার মাধ্যমে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মনোবল আরও বাড়বে।   তারা শিক্ষা জীবন শেষে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আলোচনা শেষে জবির বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ৩১ শিক্ষার্থীর হাতের বৃত্তির চেক তুলে দেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মোন্তফা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. নূর মোহাম্মাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।