ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৩০৬ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৩০৬ পরীক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৬১ জন অংশ নেয়।



বিকেলে দিনাজপুর শিক্ষাবোর্ড ভবনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৫৬৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষে ১৫৬টি ভিজিল্যান্স টিম নিয়োজিত ছিল বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।