ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’র এইসি বিভাগকে ইঞ্জিনিয়ারিংয়ে অন্তর্ভুক্ত

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বশেমুরবিপ্রবি’র এইসি বিভাগকে ইঞ্জিনিয়ারিংয়ে অন্তর্ভুক্ত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজ্ঞান অনুষদের আওতাধীন অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি (এইসি) বিভাগকে ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক নোটিশে বিষয়টি জানানো হয়।



নতুন এ বিভাগের নামকরণ করা হয়েছে ফলিত কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) ।

গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৮তম রিজেন্ট বোর্ডের সভায় এ বিভাগকে ইঞ্জিনিয়ারিং ‬অনুষদে অন্তর্ভুক্ত করা হয়।

বশেমুরবিপ্রবিতে ২০১৩ সালে বিজ্ঞান অনুষদের অধীনে যাত্রা শুরু করে এইসি বিভাগ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।