ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

নবনির্বাচিত ডুয়েট শিক্ষক সমিতির শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জুলাই ১৯, ২০১৬
নবনির্বাচিত ডুয়েট শিক্ষক সমিতির শপথ

গাজীপুর: গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

এর আগে পূর্বের কমিটি নবনির্বাচিত কমিটির সভাপতি পুরকৌশল অনুষদের ডীন ও স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকীর নিকট দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় সভাপতি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা ডুয়েটের সার্বিক উন্নয়ন এবং অগ্রযাত্রায় সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।