ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, জুলাই ২৪, ২০১৬
বাকৃবিতে নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।  

রোববার (২৪ জুলাই) বিকেল ২টার দিকে ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব নেন তিনি।

 

সদ্য বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান নতুন ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দেন।  

এসময় সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা, সিনিয়র শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি এর আগে পশুপালন অুষদের ডিন, ডিন কাউন্সিলের কনভেনার ও হল প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গেল ৩০ জুন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের এক নির্দেশনায় তাকে আগামী দুই বছরের জন্য ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।