ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

র‌্যালি ও বক্তৃতায় ঢাবি সাংবাদিকতা বিভাগ দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
র‌্যালি ও বক্তৃতায় ঢাবি সাংবাদিকতা বিভাগ দিবস উদযাপন

ঢাকা: ‘গণমাধ্যম রুখবেই জঙ্গিবাদ, প্রিয় বাংলাদেশ’ এই অঙ্গীকার সামনে রেখে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী।

২ আগস্ট (মঙ্গলবার) ৫৪ বছরে পূর্ণ করেছে এই বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের নেতৃত্বের সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিভাগ দিবস র‌্যালি।

বিভাগের বর্ষিয়ান শিক্ষক অধ্যাপক সাখওয়াত আলী খান, অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, অধ্যাপক আখতার সুলতানাসহ বিভাগের সকল শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এই র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষীণ করে। শান্তির বার্তা নিয়ে সাদা পোশাকে এই র‌্যালিতে অংশ নেন সবাই।

পরে ‘গণমাধ্যম ও জঙ্গিবাদ’ এই শিরোনামে বিভাগ দিবসের বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার আরসি মজুমদার হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সাখওয়াত আলী খান।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে এর উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।

এই কর্মসূচিতেও বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

১৯৬২ সালের ২ আগস্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময় ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।