ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস পালিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
জাবিতে খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস’ পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার (০২ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিনটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান ও নাটক পরিবেশন করে।

এর মধ্যে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন আনন্দন ও জলসিঁড়ির প্রযোজনায় প্রতিধ্বনিত হয় বিপ্লবী গান ও আবৃত্তি সংগঠন ধ্বনি পরিবেশন করে বিপ্লবী কবিতা।

সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু বলেন, নারীরা যে প্রতিবাদ মুখর হয়ে আন্দোলন গড়ে তুলে খুনি-ধর্ষকদের বিতাড়িত করতে পারে
তার বাস্তব দৃষ্টান্ত জাবির ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।