ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শতভাগ পাসের প্রতিষ্ঠান বেশি মাদ্রাসা বোর্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
শতভাগ পাসের প্রতিষ্ঠান বেশি মাদ্রাসা বোর্ডে

ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শতভাগ পাসের প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা শিক্ষাবোর্ডে।

 

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৮৫টি কমেছে। গত বছর এক হাজার ১৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিলো।

মাদ্রাসা বোর্ডের ২ হাজার ৭০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৫৮৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এরপরেই রয়েছে কারিগরি শিক্ষাবোর্ড। এখানে ১ হাজার ৬৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠান থেকে সকলেই কৃতকার্য হয়েছে।

এবারের প্রকাশিত ফলাফলে ১০ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। এবার মোট ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ১০৫টি প্রতিষ্ঠানের সকলেই কৃতকার্য হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এরপর রাজশাহী বোর্ডে ১৮টি, কুমিল্লা বোর্ডে ৮টি, যশোর বোর্ডে ১৩টি, চট্টগ্রাম বোর্ডে ৫টি, বরিশাল বোর্ডে ২টি, সিলেট বোর্ডে ৫টি ও দিনাজপুর বোর্ডে ১১টি শতভাগ পাস করা প্রতিষ্ঠান রয়েছে।

মাদ্রাসা বোর্ডে ৫০৫টি ও কারিগরি বোর্ডে ১৫৮টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।