ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির আবাসিক সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জবির আবাসিক সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা নিরসনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

হলের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ম‍াঝেই বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে জরুরি সভায় একথা জানান তিনি।


 
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রকট আবাসিক সংকটে প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, এ সমস্যার সমাধানে সরকার সর্বতোভাবে সচেষ্ট আছে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা নিরসনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

এদিন সকালে শিক্ষামন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মো. হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।