ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জঙ্গিবাদের মদদদাতাদেরও শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
জঙ্গিবাদের মদদদাতাদেরও শাস্তি দাবি ছবি: রানা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যারা জঙ্গিবাদের মদদদাতা এবং এসব কর্মকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) আয়োজনে এক সামবেশ ও মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

এতে মাওলানা নূর হোসেন কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।

এর আগে সকাল ১০টায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী গাজীপুরের চৌরাস্তা থেকে সদরঘাট পর্যন্ত ১৩টি পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা মহানগর, গাজীপুর ও আশপাশের সব কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, আজকের মানববন্ধন প্রমাণ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা সব ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ডকে ঘৃণা করে।

দেশের কওমি মাদ্রাসাকে সঠিকভাবে মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

** কওমি মাদ্রাসার সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
টিএইচ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।