ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে প্রাথমিকের মডেল পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ময়মনসিংহে প্রাথমিকের মডেল পরীক্ষা শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৪৪টি উপকেন্দ্রে ৮ হাজার ৫শ’ ৫ জন পরীক্ষার্থী মডেল টেস্টে অংশ দিচ্ছেন। সকালে স্থানীয় ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, খায়রুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।