ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে জঙ্গিবিরোধী সভা অনুষ্ঠিত

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
শেকৃবিতে জঙ্গিবিরোধী সভা অনুষ্ঠিত

ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ।

উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, সন্ত্রসী কর্মকাণ্ড করে কখনো ইসলাম কায়েম করা যায় না। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমল ও আখলাখ দিয়ে।

সভায় বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।