ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ঢাবি নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ওয়েবসাইটের উদ্বোধন করেন।

এ সময় ঢাবির জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার ও অধ্যাপক ড. এ এইচ এম নূরুন নবী উপস্থিত ছিলেন।

নতুন ওয়েবসাইটের ভিজিট করা যাবে এই ঠিকানায়- www.neurosciencedu.ac.bd

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এসকেবি/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।