ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির প্রতি আসনে লড়বে ৬৫ ভর্তিচ্ছু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জবির প্রতি আসনে লড়বে ৬৫ ভর্তিচ্ছু

ঢাকা: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে ৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় পাঁচটি অনুষদে বিভিন্ন বিভাগে ভর্তির জন্যে আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ৩৫০ শিক্ষার্থী। এসব অনুষদে আস রয়েছে ২ হাজার ৭৬৫টি।

সে হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে ৬৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এর মধ্যে, ‘এ’ ইউনিটের ৮২৫টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন পড়েছে ৬৪ হাজার ২৮৪টি। ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ৬৭০টি, এর বিপরীতে ৩৬ হাজার ২১৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে আবেদেন করেছেন ২৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। ‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৫৯০টি, এরমধ্যে আবেদন করেছেন ৪৮ হাজার ১২ শিক্ষার্থী। আর ‘ই’ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে ২ হাজার ২৫ শিক্ষার্থী আবেদন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৬-১৮ সেপ্টেম্বর ‘বি’ ও ‘ই’ ইউনিট, ২৩-২৫ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট, ২৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ১৪-২৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের প্রবেশপথ সংগ্রহ করতে পারবেন আবেদনকারীরা।

পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্রের দুই কপি (বিশ্ববিদ্যালয়ের কপি এবং শিক্ষার্থীর কপি) প্রিন্ট সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

চলতি শিক্ষাবর্ষে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বি-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর, ই-ইউনিটের ২৪ সেপ্টেম্বর, সি-ইউনিটের ৩০ সেপ্টেম্বর, এ-ইউনিটের ২১ অক্টোবর এবং ডি-ইউনিটের ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.admission.jnu.ac.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।